গত ১২ জুন অহমেদাবাদ থেকে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৭১। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের ২৪১ যাত্রীসহ অন্তত ২৭০ জনের মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামী ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-র নিয়ম অনুযায়ী, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
প্রায় ৪ থেকে ৫ পাতার ওই রিপোর্টে বিমানটির ধরন (বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮), চালক ও ক্রুর তথ্য, অহমেদাবাদ বিমানবন্দরের অবস্থা এবং দুর্ঘটনার সময়ের আবহাওয়া সম্পর্কিত বিবরণ থাকবে।
এছাড়াও ধ্বংসাবশেষের বিশদ, তদন্তকারী আধিকারিকের নাম, তদন্ত কতদূর এগিয়েছে, ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেওয়া হবে এবং কোন কোন বিষয়ে আরও খতিয়ে দেখা দরকার, তা-ও স্পষ্ট করা হবে রিপোর্টে।
এই প্রাথমিক রিপোর্টে উঠে আসা তথ্যই ভবিষ্যতের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ভিত্তি তৈরি করবে। দেশ জুড়ে এই দুর্ঘটনা ঘিরে যে আতঙ্ক ছড়িয়েছে, তা নিরসনে এবং কারণ নির্ধারণে এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিমান পরিবহণ বিশেষজ্ঞরা।