এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হুমকিতে আতঙ্ক, তিরুবনন্তপুরম বিমানবন্দরে জারি জরুরি অবস্থা

এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হুমকি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার, মুম্বই থেকে তিরুবনন্তপুরম আসার বিমানটিতে এই হুমকি পাওয়ার পরে, তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

বিমানবন্দর আধিকারিকরা জানান, ফ্লাইটটি সকাল ৮টা নাগাদ বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানায়, বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাইলট বোমার হুমকির কথা জানান।

জানা গিয়েছে, বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। আপাতত হুমকির উৎস ও অন্যান্য তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন