দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

দিল্লি বিমানবন্দরে অবতরণের পরেই হঠাৎ আগুন ধরে যায় হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই৩১৫ বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU)। মঙ্গলবার এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

বিমানের মুখপাত্র জানিয়েছেন, যাত্রীরা তখন অবতরণ করছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যাত্রী ও কর্মীরা সুরক্ষিত রয়েছেন।

বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেলেও কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমান অহমদাবাদে ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন। পরপর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে