সংস্কারের কাজের জন্য দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ। এই স্টেশনটি দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশনের সঙ্গে সরাসরি সংযোগকারী হলেও, বন্ধ থাকায় এতদিন বিমানবন্দর থেকে ব্লু লাইনের শেষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল না। এবার সেই সমস্যার আংশিক সমাধান হতে চলেছে। শনিবার একটি বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই দমদম বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশন থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে।
মেট্রোর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হবে। সোম থেকে শুক্রবার—সপ্তাহে পাঁচ দিন—দুটি মেট্রো চলবে জয়হিন্দ থেকে শহিদ ক্ষুদিরাম রুটে। দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৯টা ৩৬ মিনিটে। এই মেট্রোটি নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের সমস্ত স্টেশন অতিক্রম করে পৌঁছবে শহিদ ক্ষুদিরামে। দিনের দ্বিতীয় মেট্রোটি ছাড়বে রাত ৯টায়, সেটিও একই রুটে চলবে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই এই পরিষেবা চালু করা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে চালু হলে ভবিষ্যতে বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত, অর্থাৎ ব্লু লাইনের পুরো প্রান্তিক স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ইয়েলো লাইন অর্থাৎ জয়হিন্দ বা দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রুটটি এতদিন সংক্ষিপ্ত ছিল। যাত্রীদের নোয়াপাড়ায় নেমে ফের ব্লু লাইনের মেট্রো ধরতে হতো। নতুন এই ব্যবস্থায় সেই ঝক্কি অনেকটাই কমবে। দিনে অন্তত দুটি মেট্রোতে যাত্রীরা সরাসরি জয়হিন্দ স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পৌঁছতে পারবেন।
তবে উলটো দিকে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দের উদ্দেশে সরাসরি কোনও মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে কি না, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এখনও কোনও ঘোষণা করেনি। তবুও, বিমানবন্দর সংযোগে এই নতুন পদক্ষেপে যাত্রীদের অনেকটাই স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।