আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা বন্ধ, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত

সম্ভাব্য একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা শনিবার পর্যন্ত বন্ধ থাকবে— এমনটাই জানিয়েছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ড্যামিয়েন সিমন। এক্স-এর পোস্টে তিনি জানান, ভারত ২৩ ও ২৪ মে-র জন্য আন্দামান ও নিকোবর অঞ্চলে NOTAM (Notice to Airmen) জারি করেছে।

এই বিজ্ঞপ্তির ফলে সাময়িকভাবে আকাশপথে চলাচল সীমিত করা হয়েছে। এটি সাধারণত কৌশলগত অস্ত্র পরীক্ষার আগে জারি করা একটি রুটিন প্রক্রিয়া।

ড্যামিয়েন সিমন নিজের পোস্টে ক্ষেপণাস্ত্রের ধরন স্পষ্ট করেননি, তবে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের আকাশপথ বন্ধ থাকার ফলে বিশেষ ধরনের পরীক্ষা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০২৪ সালের এপ্রিল মাসে ভারতীয় বায়ুসেনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি নতুন এয়ার-লঞ্চড মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছিল। ক্ষেপণাস্ত্রটির নাম ছিল ROCKS বা Crystal Maze 2, যা ইজরায়েলে তৈরি এবং Su-30 MKI যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২৫০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পরীক্ষাটি আরও তাৎপর্যপূর্ণ। ৭ মে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক