ডেস্ক : তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’য় প্রবন্ধ লেখার জন্য অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করল সিপিএম।
প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। জেলা কমিটির প্রস্তাব মেনেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তিনি দলের আঞ্চিক কমিটির সদস্য ছিলেন।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিপিএমকে টুইট করে কটাক্ষ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেনে, ‘‘…শাস্তি দিয়ে মন পাওয়া যায় না কমরেড। শূন্য থেকে মহাশূন্যের পথে।
‘জাগো বাংলা’য় অজন্তা বিশ্বাস লেখেন, ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক উত্তর সম্পাদকীয় প্রবন্ধ। ওই লেখায় কল্যাণী দাস, সুরমা দাসদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসে।
একটি কিস্তিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইতিহাসের সেরা বাঙালি রাজনীতিবিদ ’ বলে উল্লেখ করেন। যা নিয়ে হৈচৈ শুরু হয়। আজন্তাকে শোকজও করে সিপিএম। তিনি জবাবও দিয়েছিলেন। সেই জবাব পছন্দ হয়নি দলের।
আরও পড়ুন : কিস্তিতে মমতার প্রসঙ্গ আসাটা স্বাভাবিক,ব্যাখ্যা অজন্তার, অনিলকন্যাকে শোকজ করল সিপিএম