কলকাতা: আর কয়েক মাসের পরেই লোকসভা ভোট। বাংলায় এসে এ বার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (CAA)-এর পক্ষে জোর সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি জানান, আগামী বছরের মার্চ মাসের মধ্যে নাগরিকত্ব আইনের চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে।
রাস পূর্ণিমার উপলক্ষ্যে রবিবার ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। হরিচাঁদ-গুরুচাঁদের পুজো দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব আইন শীঘ্রই কার্যকর হবে। যেসব সমস্যা রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে’।
তিনি বলেন, ‘বিগত কয়েক বছরে সিএএ নিয়ে কাজ চলছে…কিছু সমস্যা হয়েছিল, তার সমাধান করা হচ্ছে। মতুয়াদের থেকে কেউ নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। তাদের নাগরিকত্ব সুরক্ষিত থাকবে। আগামী বছর মার্চ মাসের মধ্যে সিএএ-র চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে। তারপরই আইন আসবে বলে আশা করা হচ্ছে’।
সাংবাদিক সম্মেলন করে অজয় মিশ্র জানান, যাঁরা ২০১৪ সালের আগে এদেশে এসেছিলেন তাঁরা সকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যাঁদের কাছে কোনও নথিপত্র নেই, তাঁরাও আবেদন করতে পারবেন । ততদিন পর্যন্ত শান্তনু ঠাকুরের সই করা মতুয়াদের দেওয়া যে কার্ড সেই কার্ড দিয়ে তাঁরা কাজ চালাতে পারবেন।