Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে 'সাসপেন্স' শেষ? শপথগ্রহণের দিন ঘোষণা বিজেপির - NewsOnly24

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে ‘সাসপেন্স’ শেষ? শপথগ্রহণের দিন ঘোষণা বিজেপির

মুম্বই: মহারাষ্ট্রে শাসক জোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। এনসিপি নেতা অজিত পওয়ার জানিয়েছেন, বিজেপি থেকে একজন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (শিন্ডে) ও এনসিপি (অজিত) থেকে দু’জন উপমুখ্যমন্ত্রী হবেন।

এরই মধ্যে বিজেপি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিন ঘোষণা করেছে। বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, ৫ ডিসেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে বিকেল ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।

যদিও মুখ্যমন্ত্রীর নাম এখনও ঘোষণা করা হয়নি, দেবেন্দ্র ফডণবীস ও একনাথ শিন্ডের মধ্যে কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে আলোচনা চলছে। এনসিপি জানিয়েছে, ফডণবীস মুখ্যমন্ত্রী হলে তাদের আপত্তি নেই।

‘মহায়ুতি’র শরিকদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে অস্বস্তির ইঙ্গিত মিলেছে। শিন্ডের আচমকা গ্রামে ফিরে যাওয়া এবং তার দলের মুখপাত্রের বক্তব্যে বোঝা যাচ্ছে যে অভ্যন্তরীণ মতবিরোধ রয়েছে।

জোটের এই নতুন সমীকরণে সবকিছু মসৃণ না হলে অস্থিরতা বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে শপথগ্রহণ অনুষ্ঠানের আগে সমস্ত জটিলতা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছে শাসক শিবির।

Related posts

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

চতুর্থবারও মা–মাটি–মানুষের সরকার, কোচবিহারে জোরাল বার্তা অভিষেকের

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?