Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাতারাতি বিরোধী দলনেতা থেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার - NewsOnly24

রাতারাতি বিরোধী দলনেতা থেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

রবিবার আরেক শপথগ্রহণের অনুষ্ঠানের সাক্ষী রইল মহারাষ্ট্র। আচমকা আট এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলালেন শরদ পওয়ারের ভাইপো অজিত। আবার হলেন উপমুখ্যমন্ত্রী।

রবিবার দুপুরে হঠাৎই অনুগামী বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে যান অজিত। তার পরই হাত মেলান শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন পওয়ারের ভাইপো। তাঁর সঙ্গে আরও আট এনসিপি বিধায়ক শপথগ্রহণ করেছেন। 

মহারাষ্ট্রের জোট সরকারে যোগ দিয়ে শপথ নিলেন অজিত পওয়ার, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি তাটকরে, ধনঞ্জয় মুন্ডে, হাসান মুশরিফ, ধর্মরাজ বাবারাও আত্রম, সঞ্জয় বানসোডে এবং অনিল ভাইদাস পাতিল। ২০১৯ সালে বিধানসভা ভোট হওয়ার পর এই নিয়ে চার বার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখল মহারাষ্ট্র।

অজিত পওয়ারকে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “এখন আমাদের এক জন মুখ্যমন্ত্রী এবং দু’জন উপমুখ্যমন্ত্রী। ডবল ইঞ্জিনের সরকার এখন ট্রিপল ইঞ্জিনে পরিণত হয়েছে। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য, আমি অজিত পওয়ার এবং অন্যদের স্বাগত জানাই। অজিত পাওয়ারের অভিজ্ঞতা সরকার চালানোয় সাহায্য করবে।”

বিরোধী দলনেতা থেকে উপমুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে অজিত পওয়ার বলেন, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব। তাই তাঁরা উন্নয়নকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁরা এনসিপি দল হিসেবেই এনডিএ সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নির্বাচনগুলিতে এনসিপির প্রতীকেই লড়বেন।

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?