প্রায় ২০ মাস পর পশ্চিমবঙ্গ বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব।
ডেস্ক: সোমবার থেকে চালু হল বিধানসভার অধিবেশন। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। করোনাভাইরাসের আবহে গত বার বিধানসভায় বন্ধ হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। এ বার মঙ্গলবার বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব।
এ দিন দুপুর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই নিয়ম অনুযায়ী বসছে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক। ওই বৈঠকেই ঠিক হবে এই অধিবেশনে কোন দিন, কী কী বিষয় নিয়ে আলোচনা হবে।
শাসক দল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই অধিবেশনে যোগ দেবেন। তবে বিরোধী দল বিজেপির উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়ে যায়। প্রথমে অধিবেশনে যোগ দেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপির পরিষদীয় নেতারা। পরে তাঁরা সিদ্ধান্ত বদল করেন।
গত সপ্তাহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রথম দু’দিন ও শেষের কয়েকদিন তাঁরা অধিবেশনে যোগ দেবেন। বিজেপির তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, এই সময় বেশ কয়েকটি উৎসব রয়েছে। ফলে উৎসবের সময়ে অধিবেশন চললে তাদের পক্ষে অধিবেশনে যোগ দেওয়া সম্ভব নয়। তবে এই পরিস্থিতিতে বিজেপি কী করবে, তা আজ বিকেলে দলের বৈঠকে ঠিক হওয়ার কথা।
আরও পড়ুন: খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার
বিধানসভা সূত্রে খবর, প্রায় ২০ মাস পর পশ্চিমবঙ্গ বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব। উৎসবের দিনগুলিকে বাদ দিয়ে অন্য দিনগুলিতে যে ভাবে অধিবেশনের কাজকর্ম ঠিক করা রয়েছে, সে ভাবেই অধিবেশন চলবে।