ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি রাজ্যের খারাপ অবস্থার কথা বলেন। রাজ্যে অবস্থা যে কতখানি খারাপ তা প্রমাণ করতে গিয়ে বলে বসেন, মদের জন্য বাংলার সর্বনাশ হয়ে যাচ্ছে। রাজ্যে মদের দাম কম হওয়ার জন্যই নাকি ধর্ষণ, শ্লীলতাহানির মত ঘটনা ঘটছে।
শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে যখন কথা বলছিলেন সেই সময় খাট ভেঙে পড়ে যান। তবে চোট লাগেনি। উল্লেখ্য, কয়েকদিন আগে সিউড়িতে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে পায়ে চোট পেয়েছিলেন। নির্যাতিতার বাড়ি থেকে বোরোনোর পর বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এমন বিতর্কিত মন্তব্য করে বসেন। তাঁর এই বেফাঁস মন্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।