Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ - NewsOnly24

কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করল দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ ঘোষণা করেন দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।

৩৮ বছর বয়সি আলিফা এর আগে জেলা পরিষদের সদস্য ছিলেন। রাজনীতিতে নতুন নন তিনি। বাবার সঙ্গে দীর্ঘদিন নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে যুক্ত ছিলেন। দলের দাবি, কালীগঞ্জবাসীর কাছে তিনি পরিচিত মুখ এবং তাঁর জনপ্রিয়তাও যথেষ্ট।

জয়প্রকাশ বলেন, “আলিফা শুধু প্রয়াত বিধায়কের কন্যা নন, তিনি নিজেও একজন রাজনৈতিক কর্মী। এলাকায় তাঁর কাজের পরিচিতি রয়েছে। দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে তাঁকে প্রার্থী করা হয়েছে।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন নাসিরউদ্দিন আহমেদ, যিনি ঘনিষ্ঠমহলে ‘লাল’ নামে পরিচিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

এই উপনির্বাচন হবে ১৯ জুন এবং ফলাফল প্রকাশ ২৩ জুন। তিন মাস ধরে বিধায়কশূন্য থাকা কালীগঞ্জের মানুষ নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন এবার।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন