Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজও কি দাপট দেখাবে বৃষ্টি? - NewsOnly24

আজও কি দাপট দেখাবে বৃষ্টি?

নিম্নচাপ সরল ওড়িশা উপকূলের দিকে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলায় দুপুর পর্যন্ত বৃষ্টি। এমনকী উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কমবে দমকা হাওয়ার দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আবহাওয়ারও উন্নতি হবে। নিম্নচাপের জেরে গত ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার দিনভরই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সাক্ষী থেকে মহানগর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভালই বৃষ্টি হয়েছে এদিন। শনিবারও সকাল থেকে আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঝাড়খণ্ডে সরে গেল অতি গভীর এই নিম্নচাপ। জামশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে আপাতত তার অবস্থান।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, রবিবার সকাল থেকেই উন্নতি হবে পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাবে আবহাওয়া। কলকাতায় সকালে মূলত মেঘলা আকাশ থাকবে। পরে আবহাওয়ার উন্নতি হবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে দু-এক পশলা বৃষ্টিও হবে। দক্ষিণবঙ্গে শনিবারও মেঘলা আকাশ। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। কলকাতা-সহ পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে বেলা বাড়লে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

এদিন সকালেও দমকা বাতাসের প্রভাব দেখা যাচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই হাওয়ার গতিও কমে আসবে। এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ধারে ঝোড়ো হাওয়া বইবে। তাই সবরকমভাবে সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলের জেলাগুলিকে। ঝাড়খণ্ড থেকে এবার অতি গভীর নিম্নচাপ এগোবে ছত্তীসগঢ়, মধ্য প্রদেশের দিকে। দফায় দফায় শক্তিও হারাবে তা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে শনিবারও প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন :

‘‌একশোবার সহযোগিতা করছি’‌, নিজাম প্যালেস থেকে বেরিয়ে দাপুটে মেজাজে অনুব্রত

রাজ্যের পাঁচ জেলায় অনেকটাই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ভাবাচ্ছে নবান্নকে

দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে উলটে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

Related posts

খেজুর গুড় থেকে কি ছড়াতে পারে নিপা ভাইরাস? কী বলছেন চিকিৎসকরা

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনস্রোত, ৮৫ লক্ষ পুণ্যার্থী স্নানে, আকর্ষণ কিন্নর সাধুরা

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে