সব এক্সিট পোল ভুয়ো, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরকালা প্রভাকরের

একটি বইপ্রকাশ অনুষ্ঠানে প্রভাকর (মাঝখানে)

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে সাধারণের মনে। প্রতিষ্ঠান বিরোধিতার জেরে সমস্ত বুথফেরত সমীক্ষায় ভুয়ো বলে প্রমাণিত হবে বলে দাবি করলেন প্রখ্যাত রাজনৈতিক অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। রবিবার একটি অনুষ্ঠানে এমনই বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী।

শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হতেই একে একে আসে বুথফেরত সমীক্ষা। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই কেন্দ্রে মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। যদিও এ ধরনের ভবিষ্যদ্বাণী নিয়ে সংশয় রয়েছে বলে মনে করেন পরকালা প্রভাকর।

বিশিষ্ট অর্থনীতিবিদের দাবি, কথায়, “এই বুথফেরত সমীক্ষাগুলি ভুয়ো। নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে চোরাস্রোত কাজ করছে। শাসকবিরোধী হাওয়া প্রবল।”

এক্সিট পোল সম্পর্কে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আদালত, নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকর্তাদের সমর্থনের উপর দাঁড়িয়ে রয়েছে মোদী সরকার। যে কারণে, বুথফেরত সমীক্ষায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দেখানো হলেও তা মানতে নারাজ তিনি।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে