কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যর ঘটনার পরে এ বার বিশেষ তৎপরতা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। রাজ্যের সব গার্লস স্কুলে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত গার্লস হস্টেলেও।
এ বার গার্লস স্কুলে সিসিটিভি বসাতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য। স্কুলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সহজেই তা ট্র্যাক করা যায় সে কারণেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলে কাজ শুরু করেছে শিক্ষা দফতর। ছাত্রীদের নিরাপত্তায় ইতিমধ্যেই একশোরও বেশি গার্লস স্কুলে শুরু হয়ে সিসি ক্যামেরা বসানোর কাজ। আগামী ১৫ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ রাজ্যের।
বিকাশ ভবন সূত্রে খবর, এ ব্যাপারে প্রাথমিক কাজ এগোচ্ছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তি বা এই সংক্রান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। জানা যাচ্ছে, প্রাথমিক কাজ শেষ হলে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।