বাদল অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক বিধানসভায়

বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ৯ জুন। অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে বসবে সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। অধিবেশনে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

বিশেষ করে, ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সফল অপারেশন ‘সিঁদুর’ নিয়ে একটি ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব বিধানসভায় উঠতে পারে। জানা গিয়েছে, সেনার সাহসিকতা এবং সাফল্যের স্বীকৃতি জানাতে এই প্রস্তাব পেশ করা হতে পারে।

অধিবেশনে রাজ্য সরকারের বাজেট-পরবর্তী নানা প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যু নিয়েও উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক