সমস্ত জল্পনা অবসান, ছয়বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন শিখা মিত্রর

ডেস্ক: সমস্ত জল্পনা অবসান। ছয়বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন পত্নীর। তৃণমূলে যোগ দিলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র৷ রবিবার দুপুরেই তৃণমূল সাংসদ মালা রায়ের হাত ধরে শাসক দলে যোগ দিয়েছেন তিনি৷ রবিবার দুপুরের তৃণমূল সাংসদ মালা রায়, নয়না বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে চৌরঙ্গির তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শিখা মিত্র। তাঁকে তৃণমূলের ‘বঙ্গ জননী বাহিনী’র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে বলে খবর। 


এদিন তৃণমূলে যোগ দেওয়া পরেও স্বাভাবিকভাবেই শিখা মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, সোমেন মিত্রের বাৎসরিক কাজের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। এরপর তাঁর বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়ে আসেন মালা রায়। ওই দিনই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সম্মতি দেন।

আরও পড়ুন: ফের কাবুল বিমানবন্দরে জঙ্গিহানার আশঙ্কা, সতর্ক করলেন বাইডেন


এদিন তৃণমূলে যোগ দিয়ে শিখা মিত্র বলেন, ‘জীবন দিয়ে মানুষের জন্য কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে তাঁকে সঙ্গ দিতে চাই। আমি কখনও কংগ্রেসে যোগ দিইনি। আমার স্বামী ওই দলের পদে ছিলেন ঠিকই, কিন্তু আমি কখনও কংগ্রেসে যোগ দিইনি। আমি কখনও তৃণমূল ছাড়িনি। সামান্য মনোমালিন্য হয়েছিল।’ স্বাভাবিক কারণেই শিখার এই দাবি শোরগোল ফেলেছে রাজ্য রাজনীতিতে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস