Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, চিঠি ধরাল কেন্দ্র - NewsOnly24

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, চিঠি ধরাল কেন্দ্র

ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে ‘প্রতিহিংসার রাজনীতি’ করছে কেন্দ্র। এই ইস্যুতে কেন্দ্রের নয়া পদক্ষেপ কি সেই দিকেই ইঙ্গিত করছে? অবসর নিলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর। ৩০ দিনের মধ্যে আত্মপক্ষসমর্থন করতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে। অন্যথায় অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তিনি। 


আলাপন বন্দ্যোপাধ্যায়ের আচরণ ও ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে অল ইন্ডিয়া সার্ভিসের (শৃঙ্খলা ও আবেদন) ৮ নম্বর রুল অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অধীনস্থ কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে সোমবার আলাপনের উদ্দেশ্যে একটি চিঠি এসে পৌঁছেছে। সেই চিঠির ৬ নম্বর লাইনে উল্লেখ পেয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায় যে ধরনের আচরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে করেছেন, তা শৃঙ্খলাভঙ্গের শামিল। সেই কারণে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে তাঁর কাছে জবাব তলব করা হয়েছে, কেন তিনি বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবহার করেননি তা জানতে চেয়ে।

আরও পড়ুন: পুজোর মধ্যেই ২৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর


চিঠিতে স্পষ্টই বলা হয়েছে, হয় লিখিত জবাব দিয়ে নাহলে সরাসরি তদন্তকারী কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার বা খণ্ডন করতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ অন্যথায় তাঁর বিরুদ্ধে একতরফা ভাবেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি