হাওড়া স্টেশন থেকে এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে। ৫ মার্চ এই অপহরণের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। এক মহিলার বিরুদ্ধে শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, যিনি ‘যাযাবর গ্যাং’-এর সদস্য হতে পারেন বলে অনুমান করছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছে জিআরপি। ইতিমধ্যে বিশেষ দল গঠন করা হয়েছে। রেল পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন, “শিশুকন্যা অপহরণের অভিযোগ পেয়েছি। নিরাপত্তার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। তদন্ত চলছে।”
এই ঘটনায় হাওড়া স্টেশনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, স্টেশনে রাতের দিকে প্রচুর অবৈধ প্রবেশ ঘটে, যার মধ্যে যাযাবর গোষ্ঠীর সদস্যরাও থাকেন। তাঁদের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ উঠেছে। এবার কি সেই চক্রই অপহরণের ঘটনায় জড়িত? সেই প্রশ্নই উঠছে।
এর আগে হাওড়া ও শালিমার স্টেশন থেকে শিশু পাচারচক্রের সদস্যদের গ্রেপ্তার করেছিল রেল পুলিশ। এবার অপহরণের অভিযোগ নতুন করে যাত্রী নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলছে।