প্রথম পাতা খেলা কলকাতায় রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০-এর উদ্বোধন

কলকাতায় রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০-এর উদ্বোধন

63 views
A+A-
Reset

সঞ্জয় হাজরা

বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিকে দুটি পদকজয়ী মনু ভাকর, অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, প্যারিস প্যারালিম্পিকে জ্যাকলিন থ্রোতে স্বর্ণপদকজয়ী নবদ্বীপ সিং, ক্রিকেটার চেতেশ্বর পুজারা, পদ্মভূষণ ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপীচাঁদ এবং কিংবদন্তি দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ।

রেভ স্পোর্টস-এর পক্ষ থেকে মনু ভাকরকে বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান প্রদান করা হয়, আর পুলেল্লা গোপীচাঁদকে দেওয়া হয় জীবনকৃতী সম্মান।

তিন দিনব্যাপী এই কনক্লেভ চলবে ৮ মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৃজিত বসু, টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের সহ-সভাপতি চাণক্য চৌধুরী-সহ বিশিষ্টজনেরা। ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ছবি: প্রতিবেদক

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.