রেলমন্ত্রী থাকাকালীন নিয়োগে দুর্নীতির অভিযোগ, লালুপ্রসাদ যাদবের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। দিল্লি ও বিহারে আরজেডি নেতার ১৭টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। সেই মামলাতেই এদিন ভোর থেকে পাটনা-সহ বিভিন্ন তল্লাশি চালাচ্ছে সিবিআই (CBI)। জানা গিয়েছে ২০০৪-২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। তারই তদন্ত শুরু করেছে সিবিআই। উল্লেখ করা প্রয়োজন সম্প্রতি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন লালু যাদব।
দিল্লি ও বিহারে আরজেডি নেতার ১৭টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে দাবি, রেলমন্ত্রী থাকাকালীন অনেককে রেলে চাকরি দিয়েছিলেন লালুপ্রসাদ। অভিযোগ, তার বিনিময়ে সস্তায় জমি পেয়েছিলেন আরজেডি নেতার পরিবারের সদস্যরা। সিবিআইয়ের সন্দেহ, জমি কেনার সময়ও টাকা দেওয়া হয়নি। এই সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই। আজ রাবড়ি দেবীকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত মাসেই জেল থেকে মুক্তি পেয়েছেন লালু। তারপরই তাঁর বিরুদ্ধে নয়া মামলা প্রকাশ্যে এল।