যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় প্রাক্তনী হিন্দোলকে বিমানবন্দর থেকে গ্রেফতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত প্রাক্তনী হিন্দোল মজুমদারকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। লুকআউট নোটিস জারির পর বুধবার সকালে অভিবাসন দফতর তাঁকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। আপাতত তিনি দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে বি-টেক করা হিন্দোল বর্তমানে স্পেনে গবেষণারত ছিলেন। বুধবারই তিনি দেশে ফেরেন। পুলিশ সূত্রে দাবি, গত ১ মার্চ শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় হিন্দোলই ছিলেন মূলচক্রী। সেদিন ওয়েবকুপার সম্মেলন শেষে বেরোনোর সময় ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা।

অভিযোগ, সেই সময় মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি আহত হন। অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে ধাক্কা দেয়।

ঘটনার পর দায়ের হওয়া এফআইআরে হিন্দোলের নাম ছিল এবং কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করে দেশে ফেরানো হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক