প্রথম পাতা খবর পাথর ছিটকে এসে মৃত্যু পুণ্যার্থীর, বৃষ্টি ও বিপজ্জনক পরিস্থিতিতে সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা

পাথর ছিটকে এসে মৃত্যু পুণ্যার্থীর, বৃষ্টি ও বিপজ্জনক পরিস্থিতিতে সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা

249 views
A+A-
Reset

অমরনাথ যাত্রায় বড়সড় বিপর্যয়। জম্মুর গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ধস নেমে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন। ঘটনার পরিপ্রেক্ষিতে এবং আবহাওয়ার অবস্থার বিচারে বৃহস্পতিবার সাময়িকভাবে যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।

গত কয়েক দিন ধরেই কাশ্মীর উপত্যকায় চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তার জেরে বিভিন্ন যাত্রাপথে ধস নামছে, কোথাও পাহাড়ি রাস্তায় নেমে আসছে জলের সঙ্গে কাদা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বালতাল রুটে ধস নামার সময় পাথর ছিটকে এসে লাগে এক পুণ্যার্থীর গায়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরও তিন জন পুণ্যার্থী ধসে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের মতে, বৃষ্টির জেরে পাহাড়ি স্রোতের মতো করে জল ও কাদা নামছে যাত্রাপথ ধরে। সেই স্রোতে পড়ে গিয়েছিলেন দুই পুণ্যার্থী। তাঁদের সময়মতো উদ্ধার করেন অন্য যাত্রীরা। এদিকে ধস নামা এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)। তবে রাস্তা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অমরনাথ যাত্রার দুটি প্রধান রুট—নুনওয়ান-পহেলগাঁও (৪৮ কিমি) ও বালতাল (১৪ কিমি)। যদিও বালতাল রুটটি অপেক্ষাকৃত ছোট, তবু এই পথটি অনেক বেশি খাড়াই ও বিপজ্জনক। সেই পথেই বুধবারের ধসের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে ৩ জুলাই, চলবে ৯ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত প্রায় দু’লক্ষ পুণ্যার্থী গুহামন্দিরে দর্শন করেছেন। তবে বৃষ্টিজনিত দুর্যোগ যাত্রায় নতুন করে আশঙ্কার সঞ্চার করেছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পুণ্যার্থীদের নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.