ভাইফোঁটার সকালেই অগ্নিকাণ্ড! আমহার্স্ট স্ট্রিটে প্রিন্টিং প্রেসে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

ভাইফোঁটার সকালেই আতঙ্কের আবহ কলকাতায়! বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে হঠাৎই প্রিন্টিং প্রেস থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে এলাকাবাসী ও দোকানদারেরা তড়িঘড়ি দোকান থেকে মালপত্র সরানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

দমকল সূত্রে প্রাথমিক অনুমান, প্রিন্টিং প্রেসের ভিতরে থাকা দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। বড়সড় বিপর্যয় এড়াতে গ্যাস সিলিন্ডারগুলি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এলাকার কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।

Related posts

দিঘা জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল! মাত্র তিনদিনে প্রণামী বাক্সে জমা প্রায় তিন লক্ষ টাকা

‘কুমোরটুলির গল্প’: ৩০০ বছরের ঐতিহ্যকে জীবন্ত করল সমীর সমুর তথ্যচিত্র, ভাষ্যে চিকিৎসক জয়ন্ত গুপ্ত

মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি, প্রাণ গেল ৪ জনের, আহত ১৫