পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠান, রাজ্যগুলিকে নির্দেশ অমিত শাহর

দেশে থাকা পাকিস্তানের নাগরিকদের দ্রুত শনাক্ত করে দেশে ফেরানোর নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন তিনি।

শাহ জানান, প্রতিটি রাজ্যে কোনও পাকিস্তানি নাগরিক অবৈধভাবে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। কেউ থাকলে, শনাক্ত করে তাঁকে দেশে ফেরত পাঠাতে হবে। যদিও এই নির্দেশের বিষয়ে এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর এ রকমই একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর পরই পাকিস্তানিদের ভিসা বাতিল এবং নতুন ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

এই আবহে সব রাজ্যকে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক