সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

উৎসবের আবহে রাজনৈতিক বার্তা। মহালয়ার আগেই দুর্গোৎসবের উদ্বোধনে এসে বাংলার রাজনীতিতে ফের ছুড়লেন নির্বাচনী সুর। শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বিজেপি সরকার গঠনের আহ্বান জানালেন।

প্যান্ডেল ঘুরে দেখার পর মঞ্চে উঠে শাহ বলেন, “মায়ের কাছে প্রার্থনা করেছি, আগামী বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠিত হোক, যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।”

তিনি আরও বলেন, “আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। কবিগুরুর স্বপ্নের বাংলার বাস্তবায়ন যেন আমরা করতে পারি।”

এদিন সকালেই বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে পৌঁছন শাহ। ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে স্বাগত জানানো হয় তাঁকে। মণ্ডপ ঘুরে দেখেন, পুজো দেন এবং আরতি করেন তিনি। পুজোর থিম সম্পর্কিত অডিও-ভিজুয়ালও উপভোগ করেন।

মঞ্চ থেকে বক্তৃতায় রাজনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে বলেন, “শুধু বাংলা নয়, গোটা দেশের শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। নারী শিক্ষার প্রসারে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তাঁর প্রতি আমি এবং বিজেপির কোটি কোটি কর্মী শ্রদ্ধা জানাই।”

রাজনৈতিক মহলের মতে, ৬ বছর আগে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পর বিজেপির ভাবমূর্তি পুনরুদ্ধারে শাহের এই বক্তব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, মহালয়ার আগেই রাজ্যজুড়ে পুজোর আবহে বিজেপি নেতারা একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হচ্ছেন। শাহের এই সফর শুধু উৎসব নয়, রাজনীতির মঞ্চও বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে