ডেস্ক: সেপ্টেম্বরের শুরুর দিকে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। নির্দিষ্ট করে বলতে গেলে উত্তরবঙ্গে। দলের নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন। তবে রাজ্য বিজেপি (bjp) নেতারা জানিয়েছেন, এব্যাপারে তাঁরা কিছুই জানেন না। সাম্প্রতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গ সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।
উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি মাঝে মাঝেই তুলে বিভ্রান্তি বাড়াচ্ছেন এক একজন বিজেপি (BJP) নেতা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কখনও সেই দাবির পক্ষে সুর মেলাচ্ছেন, কখনও আবার বলছেন, রাজ্য ভাগের পক্ষে বিজেপি নয়। ফলে দলীয় কর্মীদের মধ্যেও বিভ্রান্তি। আগামী ১ সেপ্টেম্বর, শিলিগুড়িতে বৈঠক হতে চলেছে উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে। বৈঠকে গেরুয়া শিবিরের ২৯ জন বিধায়কের থাকার কথা।
আরও পড়ুন: ২০ বছরের যুদ্ধের সমাপ্তি, আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার আমেরিকার
অমিত শাহ সেপ্টেম্বরে উত্তরবঙ্গে আসতে পারেন, এই কথা সংবাদমাধ্যম বললেও, রাজ্যের বিজেপি নেতারা তা জানেন না। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন, এব্যাপারে তিনি কিছু জানেন না। অন্যদিকে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সায়ন্তন বসুও জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে জানেন না।