দীর্ঘ ১৬ বছর পর ২০২৭ সালে ফের দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার প্রক্রিয়া। তার প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ভারতের আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ-সহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি।
সূত্রের খবর, ২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হবে এই জনগণনা। তবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো তুষারাবৃত এলাকাগুলিতে কাজ শুরু হবে ২০২৬ সালের অক্টোবর থেকেই।
২০১১ সালের পর ২০২১ সালে পরবর্তী জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে তা স্থগিত হয়ে যায়। ফলে ১৬ বছর পর দেশের ইতিহাসের প্রথম ডিজিটাল জনগণনা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দুই পর্যায়ে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া।
এছাড়া, এই আদমশুমারির সঙ্গেই জাতগণনাও করা হবে বলে জানিয়েছে সরকার। জাত ও জনগোষ্ঠী সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর সংগ্রহ করা হবে, যার তথ্য ২০২৮ সালে প্রকাশ করা হতে পারে।
এই প্রসঙ্গে সরকারি বিজ্ঞপ্তি সোমবারই প্রকাশিত হতে চলেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার আগে রবিবারই সবদিক খতিয়ে দেখলেন অমিত শাহ। মোদী সরকারের আমলে এটিই হবে প্রথম জনগণনা।