ডেস্ক: ‘বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে’, শীতলকুচির ঘটনায় সরব মমতা। এর সঙ্গে তৃণমূলনেত্রী সকলকে শান্ত থাকার আবেদন করেছেন। কেউ অশান্তিতে জড়াবেন না। কী অন্যায় করেছিলেন মানুষগুলো? এজেন্সিকে কাজে লাগাচ্ছে এরা। মেয়েদের ভয় দেখাচ্ছে।’
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘অত্যন্ত মর্মাহত হয়ে আজ কথা বলছি। ‘ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ৪ জনকে গুলি করে মেরে দিয়েছে দিল্লির পুলিস। আর একজনকে সকালে মেরেছে। মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আমার ৫টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল! লজ্জা করে না। গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির। মানুষ খুনের রক্ত দিয়ে বড় বড় কথা বলে।’
আরও পড়ুন: শীতলকুচিতে গুলিতে মৃত ৪, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে: কমিশন
সিআরপিএফ গুলি চালিয়ে চার জনকে মেরে ফেলল। ,’স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন অমিত শাহ। তুমি চক্রান্তকারী। আমি অনেক দিন ধরে বলছি সিআরপিএফ অত্যাচার করছে। আমি বারবার বলছি, সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় চলছে ওরা। এত ঔদ্ধত্য কেন? এই ঘটনার বদলা নিতে হবে। একটা করে ভোট, একটা করে বদলা। এতগুলো মানুষকে গুলি করে মেরে বলছে, আত্মরক্ষা! রিটায়ার্ড লোক আমার নিরাপত্তারক্ষী হলে অসুবিধা, আর রিটায়ার্ড লোককে দিয়ে নির্বাচন কমিশন চালাচ্ছে।