মার্চের শেষে রাজ্যে আসছেন অমিত শাহ, বিধানসভা ভোটের আগে রণকৌশল চূড়ান্ত করার প্রস্তুতি

বিধানসভা ভোটের এক বছর আগে প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। সাংগঠনিক কাজ খতিয়ে দেখতে চলতি মাসের শেষ দিকে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ২৯ মার্চ রাতে তিনি পৌঁছবেন, আর ৩০ মার্চ একদিনের সফরে থাকবেন বাংলায়।

সূত্রের খবর, অমিত শাহ দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আগামী ভোটের রণকৌশল চূড়ান্ত করবেন। বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা, প্রচারের পরিকল্পনা ও আসন্ন বিধানসভা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। রাজ্যে দলের নেতৃত্বে কোনও পরিবর্তন আসবে কি না, সেই নিয়েও জল্পনা চলছে।

অনুমান করা হচ্ছে, মার্চেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে। এরপর বৈশাখের শুরু থেকেই পথে নামবে বিজেপি নেতৃত্ব, মুরলীধর সেন লেন কার্যত ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন