প্রথম পাতা খবর রাজ্যে আসছেন না অমিত শাহ, আপাতত স্থগিত নবান্নের বৈঠক

রাজ্যে আসছেন না অমিত শাহ, আপাতত স্থগিত নবান্নের বৈঠক

372 views
A+A-
Reset

কলকাতা: আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু সূত্রের খবর, আপাতত তিনি রাজ্যে আসছেন না। কারণ, সেই সেই বৈঠক সাময়িক ভাবে স্থগিত হয়েছে।

ক’দিন আগেই জানা যায়, নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হতে চলেছে। মমতা ওই পরিষদের ভাইস চেয়ারপার্সন। ওই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল অমিতের। বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের।

তবে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই নন, ওই বৈঠকে থাকার কথা ছিল বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীর। তবে অমিত শাহের উপস্থিতির নিরিখে বিষয়টি আরও বড় মাত্রা পাচ্ছিল। কারণ ইদানীং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, বিএসএফ-এর বিরুদ্ধে নানা অভিযোগে একাধিকবার প্রধানমন্ত্রীকে ছাড় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই বিঁধেছেন মমতা। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপসারণের পরেও শাহকে দায়ী করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে সূত্রের খবর, ওই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি কাজ পড়ে যাওয়ায় স্থগিত হয়েছে তাঁর পশ্চিমবঙ্গ সফর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই বৈঠক হচ্ছে না। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজেদের সুবিধা মতো সময় স্থির করলে বৈঠকটি হবে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেল স্কচ অ্যাওয়ার্ড, জানালেন মুখ্যমন্ত্রী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.