কলকাতা: ধর্মতলায় বুধবার সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সভা চলাকালীন কালো পোশাক পরে প্রতিবাদ জানাবে তৃণমূল।
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে বিজেপির প্রকাশ্য জনসভা। প্রত্যেক বছর ২১ জুলাই তৃণমূল সাধারণত যেখানে সভা করে, এ বার সেখানেই পাল্টা সভা করে তৃণমূলকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। এরইমধ্যে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। আর সেই অধিবেশন চলাকালীন বিধানসভায় প্রতিবাদের সুর চড়াবে শাসকদল তৃণমূল।
এ দিন সকাল ১০টা থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে বিজেপির সভা শুরু হওয়ার কথা। তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কালো পোশাক পরে প্রতিবাদ জানাবে রাজ্যের শাসক দল।
দুপুরে যখন ভিক্টোরিয়া হাউস লাগোয়া মঞ্চ থেকে শাহ রাজ্য সরকারের দুর্নীতিকে কাঠগড়ায় তুলে দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করবেন, তখন তৃণমূল বিধায়করা সবাই কালো পোশাক পরে বিধানসভায় আম্বেদকর মূর্তির নীচে বসে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন। রাজনৈতিক মহলের মতে, শাহের শহরে থাকার দিনই তৃণমূল বিধায়কদের কালো পোশাক পরে বিধানসভায় যাওয়ার তাৎপর্য আলাদা।