নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে কিছুটা স্বস্তি দিল নামী দুগ্ধ সংস্থা আমূল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমূল গোল্ড, আমূল তাজা ও আমূল টি স্পেশাল—এই তিন ধরনের দুধের দাম এক টাকা করে কমানো হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমূল গোল্ডের এক লিটারের দাম ৬৬ টাকা থেকে কমে ৬৫ টাকা হয়েছে। আমূল টি স্পেশালের দাম ৬২ টাকা থেকে কমে ৬১ টাকা করা হয়েছে। এক লিটার আমূল তাজার দাম ৫৪ টাকা থেকে কমিয়ে ৫৩ টাকা করা হয়েছে। ফলে আধ লিটারের দুধের দামেও পরিবর্তন আসবে।
দুধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি উপাদান। শিশু থেকে প্রবীণ—সকলের পুষ্টির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। দাম বৃদ্ধি হলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়ে। সেই বিষয়টি মাথায় রেখেই মূল্যবৃদ্ধির চাপ সত্ত্বেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এই নতুন দাম ঘোষণা করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগাতার বাড়ছে। প্রাণিজ প্রোটিনের দামও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে সংস্থাটি লাভের কথা না ভেবে জনসেবাকে অগ্রাধিকার দিয়েছে।
দুধের দাম কমায় খুশি সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর মতে, ছেলেমেয়েদের পুষ্টি বজায় রাখার ক্ষেত্রে এটি একটি বড় স্বস্তির খবর।