বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পুরুলিয়ায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের। সেই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধের ডাক দিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।
এ দিন সকাল থেকে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। আদ্রা স্টেশনের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।
অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, তদন্ত ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়েছে। বেশ কয়েক জন সন্দেহভাজনের তালিকা তৈরি করে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকা থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজও।
ঘটনায় প্রকাশ, গতকাল সন্ধেবেলায় শহরের পাণ্ডে বাজারে কাছে দলের কার্যালয়েই বসেছিলেন ধনঞ্জয়। সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কয়েক দুষ্কৃতী এসে তৃণমূল নেতাকে লক্ষ্য পরপর ৬ রাউন্ড গুলি চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন দেহরক্ষীও।