Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাওড়ার গর্ব! কোয়েলের পর কমনওয়েলথে সোনা জিতল ১৭ বছরের অনীক, অলিম্পিক্সই এখন লক্ষ্য - NewsOnly24

হাওড়ার গর্ব! কোয়েলের পর কমনওয়েলথে সোনা জিতল ১৭ বছরের অনীক, অলিম্পিক্সই এখন লক্ষ্য

অহমদাবাদের মাটিতে ফের সাফল্যের ইতিহাস গড়ল হাওড়া। মঙ্গলবার হাওড়ার মেয়ে কোয়েল বর যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে সোনা জেতার পর, দু’দিনের মধ্যেই সোনা জিতল হাওড়ার কিশোর অনীক মুদি।

পাঁচলার দেউলপুর গ্রামের ১৭ বছরের অনীক ৬৫ কেজি বিভাগে মোট ২৩৮ কেজি ওজন তুলে সোনা জিতেছে। এর মধ্যে স্ন্যাচে ১০৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি ওজন তুলেছে সে। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল গ্রামবাসী, পরিবার ও আত্মীয়স্বজনের নজর। অনীকের গলায় সোনার পদক ঝুলতেই গোটা গ্রামে বইতে থাকে উৎসবের হাওয়া।

অনীকের বাবা শ্রীকান্ত মুদি নিজে প্রাক্তন জাতীয় ভারোত্তোলক। তিনি বাড়িতেই একটি আখড়া তৈরি করে ২০১৯ সাল থেকে ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছেন। বাবার কড়া অনুশীলনেই অনীক দ্রুত নজর কাড়ে জেলা ও রাজ্যের প্রতিযোগিতায়। এমনকি চলতি বছরের জুনে পাতিয়ালায় জাতীয় শিবিরেও নির্বাচিত হয়।

ছেলের সাফল্যে আনন্দ লুকোতে পারছেন না পরিবার। মা পুষ্প মুদি বলেন, “ছেলেকে নিয়ে গর্ব হচ্ছে। গ্রামের মানুষজন সবাই মিষ্টি খেতে এসেছে। ছেলের স্বপ্ন অলিম্পিক্সে নামা। আমরা চাই সেই স্বপ্ন পূরণ হোক।”

অনীকের পড়াশোনাও সমানতালে চলছে। বর্তমানে সে গ্রামেরই এক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। গ্রামে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা চলছে।

অন্যদিকে, হাওড়ারই কোয়েল বর ইতিমধ্যেই যুব ভারোত্তোলনে তিনটি বিশ্বরেকর্ড ভেঙে নজর কেড়েছেন। ৫৩ কেজি বিভাগে তিনি মোট ১৯২ কেজি তুলেছেন, যেখানে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েছেন কোয়েল।

Related posts

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ