ডেস্ক: মার্কিন আশঙ্কার কথাই সত্যি হল। ফের বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর। রবিবার বিকেলে বিমানবন্দরের একেবারে কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। সূত্রে জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরেই ফের বিস্ফোরণ হয়েছে। তবে এ বার আত্মঘাতী বোমা নয়, বরং রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। শেষ খবর পাওয়া অবধি কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।পাশাপাশি বিমানবন্দরে ঢোকার মুখে এক সুইসাইড বোম্বারকে গুলি করে হত্যা করেছে আমেরিকার বাহিনী।
আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কাবুলের খাওজা বুঘরা জেলার গুলাই অঞ্চলে এই বিস্ফোরণ হয়েছে। জন বসতিপূর্ণ এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করেই রকেট হামলা চালানো হয়েছিল। কিন্তু রকেটটি খুব বেশি শক্তিশালী না হওয়ায় তা বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরেই খাওজা বুঘরা অঞ্চলে রকেটটি গিয়ে পড়ে। জানা গিয়েছে, একটি বাড়ির ছাদে রকেটটি পড়েছে। আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দিদি অসম ও ত্রিপুরায় যতই আসবেন, তাতে আমাদেরই লাভ হবে’: হিমন্ত বিশ্ব শর্মা
এর মাঝে রবিবার সকালে ফের আশঙ্কার কথা শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা হতে পারে। তাই আমেরিকান নাগরিকদের বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট।