রবিবার রাত ১টা নাগাদ দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে একটি হোটেলের কনফারেন্স রুমে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে হোটেল জুড়ে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। সেই সময় হোটেলে ছিলেন অন্তত ৫০ জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে অতিথিদের মধ্যে।
খবর পেয়ে দমকলের প্রথমে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে পরিস্থিতি জটিল হওয়ায় আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হোটেলের বড় ক্ষতি হলেও, কোনও হতাহতের খবর নেই।
এর আগে মে মাসে মেছুয়াবাজারের একটি হোটেলেও ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেখানেও একাধিক মানুষ আটকে পড়েন, এবং দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার হয়েছিলেন। ফের এই ধরনের ঘটনায় শহরের হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।