প্রথম পাতা খবর এ বার গাইঘাটা, ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

এ বার গাইঘাটা, ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

495 views
A+A-
Reset

গাইঘাটা: বারাসত, অশোকনগর, বনগাঁর পর গাইঘাটা । ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা। সেখানে ছেলেধরা সন্দেহে এক যুবককে পেটানোর অভিযোগ উঠল। পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।

জানা গিয়েছে, রবিবার সকালে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উন্মত্ত জনতার হাত থেকে তাঁকে বাঁচায়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

গাইঘাটার বেড়িগোপালপুরের স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরেই এক যুবককে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেছিলেন তাঁরা। অভিযোগ, রবিবার সকালে সেই যুবক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। ওই বাড়ির মালিকের দাবি, বাড়িতে ঢুকেই ওই যুবক তাঁর কন্যাকে ইশারায় ডাকেন। এরপরই হইচই পড়ে যায়।

উল্লেখ্য, এর আগে বারাসত থেকেও একই ঘটনা প্রকাশ্যে এসেছিল। কতকটা একই ঘটনা ঘটে অশোকনগরে। ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল এক মহিলাকে। তবে অশোকনগর থানার পুলিশের তৎপরতায় প্রাণ বেঁচে যায় মহিলার। এর পর বনগাঁ পুরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতেও একই ঘটনা। অভিযোগ, সেখানে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এক ভবঘুরেকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.