আইআইটি খড়গপুরে ফের ছাত্রের রহস্যমৃত্যু

আবারও ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ আইআইটি খড়গপুর। রবিবার ভোরে ইনস্টিটিউটের মদন মোহন মালব্য হলের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের দেহ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত থেকেই আসিফের ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় সহপাঠীরা খবর দেন হিজলি ফাঁড়িতে। রাত সাড়ে তিনটে নাগাদ দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

আসিফ বিহারের শিওহর জেলার বাসিন্দা। মৃত্যুর কারণ ঘিরে রহস্য তৈরি হয়েছে। ক্যাম্পাসের ভিতরেও বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা। ইতিমধ্যেই পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

উল্লেখযোগ্যভাবে, এ বছরের শুরু থেকে এটি তৃতীয় রহস্যজনক ছাত্রমৃত্যু। জানুয়ারিতে শাওন মালিক ও মার্চে অনিকেত ওয়ালকরের দেহ উদ্ধার হয়েছিল ক্যাম্পাস থেকেই। পর পর এই ঘটনায় উদ্বেগে পড়ুয়া, অভিভাবক ও প্রাক্তনীরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক