যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি পাকানোর অভিযোগে আরও এক পড়ুয়া গ্রেপ্তার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ ও গোলমালের ঘটনায় আরও এক পড়ুয়াকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত শৌন্যদীপ মাহান্তা দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।

তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজে শৌন্যদীপকে আগুন লাগাতে দেখা গেছে। এর আগে এই মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী মহম্মদ সাহিল আলিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক