প্রথম পাতা খবর ভাঙড়ে রাজ্জাক খাঁ খুনে আরও এক তৃণমূল কর্মী গ্রেফতার, মোট ধৃত ৪

ভাঙড়ে রাজ্জাক খাঁ খুনে আরও এক তৃণমূল কর্মী গ্রেফতার, মোট ধৃত ৪

146 views
A+A-
Reset

ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজাহারউদ্দিন মোল্লা। এই নিয়ে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল চার।

গতকালই এই মামলায় বড় অগ্রগতি হয়েছিল। রাজ্জাকের পাশের বুথের সভাপতি ও ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, মোফাজ্জেলের ফোন টাওয়ার লোকেশন ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে আজাহারউদ্দিনকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, আজাহারউদ্দিন আগে আইএসএফ করলেও, ২০২৩ সালের জুলাইয়ে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন। আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে একবার গুরুতর আহতও হন তিনি। আহত অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছিলেন।

গতরাতে আজাহারউদ্দিনের সঙ্গে আরও দু’জন—জাহান আলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। চারজনকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। আজাহারউদ্দিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.