স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপ্যায়নকারী বাউলের মেয়েকে উচ্চশিক্ষায় সাহায্য অনুব্রত মণ্ডলের

ওয়েবডেস্ক : রবিবার বোলপুর সফরে এসে বাসুদেব বাউলের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্থ সাহায্যের আবেদন জানাতে চেয়েছিলেন বাসুদেব। কিন্তু রাজ্য বিজেপি নেতাদের দাপাদাপিতে তাঁকে সে কথা বলা হয়নি। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল।

বোলপুরে জেলা পার্টি অফিসে বসে বাসুদেব বাউলের মুখে এই কথা শোনার পর অনুব্রত তৃণমূলের শিক্ষাসেলের দায়িত্বে থাকা কর্মীকে বাসুদেব বাউলে মেয়ের বিএড এবং ডিএলএডি প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন। এর পাশাপাশি আশ্বাস দেন সব রকম সাহায্যের।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল জানান, ২৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা করবেন তাতে অন্যান্য বাউলের সঙ্গে তাতে সামনে থাকবেন বাসুদেব বাউল।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা