আইসিকে হুমকির অভিযোগে নোটিস পেয়েও অনুপস্থিত অনুব্রত, ফের তলব পুলিশের

বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে নোটিস পেয়েও হাজিরা দিলেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীদের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই শনিবার বোলপুর এসডিপিও দফতরে যেতে পারেননি তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেয়নি পুলিশ। শনিবারই ফের দ্বিতীয় নোটিস পাঠিয়ে রবিবার সকাল ১১টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার চারজন আইনজীবী এসডিপিও অফিসে গিয়ে জানান, অনুব্রত চিকিৎসাধীন। যদিও পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে হাজিরা দিতেই হবে। এর মধ্যেই বোলপুর থানার সামনে এবং সাঁইথিয়া, রামপুরহাট এলাকায় অনুব্রতর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই হয়নি, তবে তার ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করেছে। অভিযোগে রয়েছে ২টি জামিন অযোগ্য ধারা-সহ মোট চারটি ফৌজদারি ধারা।

ঘটনার পরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার মুখে পড়েন অনুব্রত। ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। অনুব্রতও বিলম্ব না করে দলের কাছে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি লিখে ক্ষমা চান।

তবে ক্ষমা চাইলেও তদন্ত থেকে রেহাই পাচ্ছেন না অনুব্রত। সূত্রের খবর, সোমবার আগাম জামিনের আবেদন করতে পারেন তিনি। এখন দেখার, রবিবার তিনি পুলিশি তলবে হাজির হন কি না।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?