248
নয়াদিল্লি: আপাতত জেলেই থাকতে হবে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। সোমবার জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের।
দু’সপ্তাহের জেল হেফাজত শেষে আজ রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় অনুব্রত মণ্ডল ও মণীশ কোঠারিকে। শুনানি শেষে রাউস অ্যাভিনিউ কোর্ট ফের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল অনুব্রত মণ্ডল এবং মনীশ কোঠারিকে। ১৫ এপ্রিল ফের পেশ করা হবে অনুব্রতকে।
গত শনিবার দিল্লির রোহিণী এলাকায় খুন হন দ্বারকা আদালতের এক আইনজীবী। প্রতিবাদে এদিন কর্মবিরতির ডাক দেন দিল্লির আইনজীবীরা। আইনজীবীদের কর্মবিরতির জেরে এদিন রাউস অ্যাভিনিউ আদালতে হয়নি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। এর পরই আগামী ১২ দিনের জন্য অনুব্রতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।