প্রথম পাতা খবর দেড় বছর বাদে রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল

দেড় বছর বাদে রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল

304 views
A+A-
Reset

কলকাতা: দীর্ঘ দেড় বছর পর রাজ্যে ফিরে এলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পাওয়ার পর, সোমবার রাতে তিহাড় জেল থেকে মুক্তি পান তিনি। জামিন পাওয়ার পর রাতেই দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে রওনা দেন অনুব্রত। সাড়ে ৪টার কিছু আগে তাঁদের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও, যিনি একই মামলায় তিহাড় জেলে ছিলেন। সুকন্যা সম্প্রতি জামিন পেয়েছেন, কিন্তু এতদিন দিল্লিতেই ছিলেন। অবশেষে সোমবার রাতে বাবা-মেয়ে একসঙ্গে রাজ্যে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন তাঁরা। পিছনের সিটে প্রথমে উঠে পড়েন সুকন্যা, তারপর তাঁর পাশে জায়গা নেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের জামিনের পর এই প্রথমবার তাঁকে রাজ্যে দেখা গেল। জেল থেকে বেরোনোর পর তাঁর ছবি প্রকাশ্যে এসেছিল, যেখানে বিভিন্ন হলুদ এবং ছাই রঙের টি-শার্টে তাঁকে দেখা গেছে। তবে রাজ্যে ফেরার সময় তাঁকে দেখা যায় সাদা পাজামা ও পাঞ্জাবীতে, যা তাঁর স্বাভাবিক পরিচ্ছদ।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেও, অনুব্রত মণ্ডল একেবারে নীরব থাকেন। কোনো মন্তব্য না করেই সোজা গাড়িতে উঠে বীরভূমের উদ্দেশ্যে রওনা হন। তাঁর এই প্রত্যাবর্তন বীরভূমের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.