খরিজ হয়ে গেল জামিনের আবেদন। অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলের থাকতে হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।
মক্কেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন অনু্ব্রতর আইনজীবী। কিন্তু সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি জামিন নিয়ে বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়তে পারে। তিনি আর বলেন তৃণমূল নেতার লোকজনের পরিবারের নামেও প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছে।
আসানসোলে আদালতে শুনানি চলাকালীন অনুব্রতর আইনজীবী দাবি করেন, দরকার হলে তাঁর মক্কেল নিজাম প্যালেসের পাশে বাড়ি করে থাকবেন। বীরভূমের ধারেকাছেও যাবেন না।
কিন্তু আদালত সেই আবেদন গ্রাহ্য না করে অনুব্রতকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। মামলা চলাকালীন আদালত কক্ষেই রাখা ছিল অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজার। তবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি সে সব প্রয়োজন হয়নি।