কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল, শুরু জল্পনা

কলকাতা: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আগামী সপ্তাহে কলকাতায় আসছেন চিকিৎসার জন্য। কলকাতায় তাঁর আসার খবরের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা। দীর্ঘ সময় দিল্লিতে জেলে থাকার পর রাজ্যে ফিরে সোজা বীরভূমের বাড়িতে পৌঁছান তিনি।

গরু পাচার মামলায় দীর্ঘ দু’বছর ধরে জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং পরে দিল্লির তিহাড় জেলে ছিলেন তিনি। ইডির মামলায় জামিন পেয়ে, সম্প্রতি রাজ্যে ফিরেছেন অনুব্রত। বিমানবন্দর থেকে তিনি সোজা ফিরে যান বীরভূমের নিজের বাড়ি বোলপুরে।

তাৎপর্যপূর্ণভাবে, সেদিনই বীরভূমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনিক স্তরের বৈঠক করতে বোলপুরে গিয়েছিলেন। তখন জল্পনা শুরু হয়েছিল, হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন অনুব্রত মণ্ডল। তবে সেই জল্পনা সত্য হয়নি এবং দু’জনের সাক্ষাৎ হয়নি।

অনুব্রতর এই কলকাতা সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তিনি মূলত চিকিৎসার জন্য আসছেন বলে জানানো হয়েছে, তবু তাঁর এই সফরের সময়কালে কোনও রাজনৈতিক পদক্ষেপ বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক