প্রথম পাতা খবর দুই বছর পর নিজের গড়ে অনুব্রত মণ্ডল, বাড়িতে ঢোকার সময় চোখ ছলছল

দুই বছর পর নিজের গড়ে অনুব্রত মণ্ডল, বাড়িতে ঢোকার সময় চোখ ছলছল

216 views
A+A-
Reset

বোলপুর: দুই বছরের দীর্ঘ বিরতির পর মঙ্গলবার সকালে নিজের গড় বোলপুরে ফিরে এলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তিহাড় জেল থেকে মুক্তির পর বোলপুরে ফেরার সঙ্গে সঙ্গে তাঁকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানায় দলীয় কর্মী-সমর্থকরা।

সকাল ৯টার আগেই অনুব্রত ও তাঁর মেয়ে বোলপুরে পৌঁছন। সাদা পাঞ্জাবি-পাজামা পরিহিত অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে নিচুপট্টির বাড়ি এবং পার্টি অফিসে জড়ো হন শতাধিক নেতা-কর্মী। সেখানকার আয়োজন ছিল উৎসবমুখর—ঢাক, ঢোল, শঙ্খধ্বনি এবং সবুজ আবিরের রঙে মাতোয়ারা পরিবেশ।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে সিবিআই অনুব্রত মণ্ডলকে নিচুপট্টির এই বাড়ি থেকেই গ্রেফতার করেছিল। সেই সময় থেকে এলাকায় একটি নীরবতা নেমে আসে, বাড়ি এবং পার্টি অফিসও প্রায় জনশূন্য হয়ে পড়ে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সেই নীরবতা ভেঙে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পরিবেশ।

অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সোমবার রাতেই দিল্লি থেকে বিমানে কলকাতায় আসেন। দমদম বিমানবন্দরে অবতরণের পর মঙ্গলবার ভোরে সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। দীর্ঘদিন পর নিজের বাড়িতে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। বাড়িতে ঢোকার সময় চোখ ছলছল। বাড়ির একতলার দলীয় কার্যালয়ে বসে কিছুক্ষণের জন্য কথা বলার সময় তিনি কেঁদেও ফেলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.