কলকাতা: কিছুটা স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট বিস্ফোরণ কাণ্ডে পর্যাপ্ত প্রমাণ না মেলায় শুক্রবার অনুব্রতকে বেকসুর খালাস করল বিধাননগর আদালত। তবে গোরুপাচার মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
বাম আমলের হিংসা মামলায় বেকসুর খালাস হওয়ার পর অনুব্রত বলেন, “সত্যের জয় হল। এটা ২০১০ সালের কেস। মিথ্যা মামলা করেছিল। আমি ছাড়া বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁরাও বেকসুর খালাস হয়েছেন”।
প্রসঙ্গত, ২০১০ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে একটি বিস্ফোরণের ঘটনায় কয়েক জন জখম হয়েছিলেন। তার মধ্যে দু’জনের জখম ছিল গুরুতর। রাজনৈতিক শত্রুতার কারণেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। ওই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন অনুব্রত এবং কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ-সহ ১৫ জন। মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার ১৪ জনের বয়ান নেওয়া হয়। অনুব্রত দাবি করেন, তিনি নির্দোষ। এ দিন আদালতে পেশ করা হলে প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত-সহ ১৪ জন। এর জন্য আসানসোল জেল থেকে ৯ সেপ্টেম্বর বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হয় বিধাননগরে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সর্তকতা