কলকাতা: ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। বুধবার আসানসোলের সিবিআই আদালতে হাজিরা রয়েছে অনুব্রত মণ্ডলের। তাঁর আইনজীবী জামিনের আবেদন করবেন বলে জানা গিয়েছে। অন্য দিকে সিবিআই সূত্রের দাবি, ওই আবেদনের বিরোধিতা করবেন তাদের আইনজীবী।
মঙ্গলবার আসানসোল জেলে গিয়ে সিবিআইয়ের আধিকারিকেরা জেরা করেন অনুব্রতকে। জানা গিয়েছে, সিবিআই সম্প্রতি যে সব তল্লাশি অভিযান চালিয়েছে, সে বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী ও মেয়ে সুকন্যার সম্পত্তি নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। প্রশ্নের মুখোমুখি হয়ে একেবারে চুপ থাকেননি তিনি। সূত্রের খবর, ‘দেখছি’, ‘খোঁজ নিচ্ছি’, ‘দেখব’ এই ধরনের উত্তর দিয়েছেন বলেই জানা যাচ্ছে। কিছু কিছু প্রশ্নের সাবধানি উত্তর দিয়েছেন বলেই খবর।
অনুব্রতের হাজিরা রয়েছে বিশেষ সিবিআই আদালতে। জেল সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টায় তাঁকে সংশোধনাগার থেকে বার করে আদালতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই ব্যারিকেড লাগানোর কাজ শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগে সংশোধানাগারের তরফে ভারচুয়াল শুনানির যে আবেদন করা হয়েছিল, সিবিআই আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন। ফলে বুধবার আসানসোল সিবিআই আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে অনুব্রতকে।
আরও পড়ুন: বাগুইআটি থেকে নিখোঁজ দুই কিশোরের দেহ উদ্ধার, গ্রেফতার ৪